আজ ১১/০১/২০২৩ খ্রি. তারিখে বিসিক, বেগমগঞ্জ, নোয়াখালী- তে অবস্থিত 'এস কে প্রিন্টিং এণ্ড প্যাকেজিং' নামক একটি প্রতিষ্ঠানে নিষিদ্ধ ঘোষিত পলিথিন উৎপাদন ও পলিথিন তৈরির কাচামাল রাখার দায়ে জেলা প্রশাসন, নোয়াখালী এর বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব দেবব্রত দাশ কর্তৃক পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ (সংশোধিত ২০১০) অনুযায়ী মোবাইল কোর্ট পরিচালিত হয়। উক্ত মোবাইল কোর্টে প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তর, নোয়াখালী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব তানজির তারেক। উপস্থিত ছিলেন এ কার্যালয়ের হিসাবরক্ষক জনাব মোঃ মিজানুর রহমান এবং নমুনা সংগ্রহকারী জনাব মোঃ মোবারক হোসেন। এ সময় কারখানাটি থেকে আনুমানিক ১৫০০ কেজি (১.৫ টন) পলিথিন ও পলিথিন তৈরির কাচামাল জব্দ করা হয় এবং কারখানা পরিচালক কে ১০০,০০০/– জরিমানা ধার্য ও আদায় করা হয়।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস