আজ ১১/১০/২০২৩ খ্রি. তারিখে সেতুভাংগা, বেগমগঞ্জ, নোয়াখালী- তে অবস্থিত 'মক্কা প্রিন্টিং এন্ড প্যাকেজিং' নামক একটি প্রতিষ্ঠানে নিষিদ্ধ ঘোষিত পলিথিন উৎপাদন ও পলিথিন তৈরির কাচামাল রাখার দায়ে জেলা প্রশাসন, নোয়াখালী- এর সহকারী কমিশনার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মোঃ ফাহিম হাসান খান- কর্তৃক পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ (সংশোধিত ২০১০) অনুযায়ী মোবাইল কোর্ট পরিচালিত হয়। উক্ত মোবাইল কোর্টে প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তর, নোয়াখালী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব তানজির তারেক। উপস্থিত ছিলেন এ কার্যালয়ের নমুনা সংগ্রহকারী জনাব মোঃ মোবারক হোসেন। এ সময় কারখানাটি থেকে সর্বমোট ১৯৬৫ কেজি পলিথিন ও পলিথিন তৈরির কাচামাল (১.৯৬৫ টন) জব্দ করা হয়। কারখানার পরিচালক কে ৫০০/- অর্থদণ্ড প্রদান করে তা আদায় করা হয়।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস