শিরোনাম
পরিবেশ অধিদপ্তর, নোয়াখালী জেলা কার্যালয়- কর্তৃক নোয়াখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় এ শব্দসচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা আয়োজিত।
বিস্তারিত
পরিবেশ অধিদপ্তর, নোয়াখালী জেলা কার্যালয়- এর আয়োজনে "শব্দদূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারিত্বমূলক প্রকল্প"- এর আওতায় নোয়াখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়- এর শিক্ষার্থীদের নিয়ে আজ ৯ অক্টোবর ২০২৩ খ্রি. তারিখ বিকাল ০৩.০০ ঘটিকায় শব্দসচেতনতামূলক একটি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
উক্ত প্রশিক্ষণে শব্দদূষণের কারণ, এর ক্ষতিকর প্রভাব, শব্দদূষণ নিয়ন্ত্রণে শিক্ষার্থীদের ভূমিকা এবং শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০০৬ এর উল্লেখযোগ্য বিষয় সম্বলিত একটি পাওয়ার পয়েন্ট
প্রেজেন্টেশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তর, নোয়াখালী জেলা কার্যালয়- এর সহকারী পরিচালক জনাব তানজির তারেক।
নোয়াখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়- এর প্রধান শিক্ষক মিজ মেহেরুন নেছা- এঁর সভাপতিত্বে অনুষ্ঠিত এ প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জনাব অজিত দেব- মহোদয়।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন পরিবেশ অধিদপ্তর, নোয়াখালী জেলা কার্যালয়- এর উপপরিচালক জনাব মিহির লাল সরদার; জেলা শিক্ষা অফিসার জনাব নুর উদ্দিন মোহাম্মদ জাহাঙ্গীর; উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, বেগমগঞ্জ, নোয়াখালী- এর নাক, কান ও গলা বিশেষজ্ঞ জনাব ডাঃ মোঃ আলমগীর হোসেন।