সুরক্ষিত শ্রবণ, সুরক্ষিত জীবন স্লোগানে অদ্য ২৬/০৪/২০২৩ তারিখে পরিবেশ অধিদপ্তর, নোয়াখালী জেলা কার্যালয়ের উদ্যোগে ‘শব্দদূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারিত্বমূলক প্রকল্প’ এর আওতায় ২৬ এপ্রিল ২০২৩ আন্তর্জাতিক শব্দসচেতনতা দিবস উদযাপন উপলক্ষ্যে জেলা প্রশাসন, -এর সহযোগিতায় মানববন্ধন, র্যালি ও র্যালি শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় নোয়াখালী জেলার সুযোগ্য জেলা প্রশাসক জনাব দেওয়ান মাহবুবুর রহমান মহোদয় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব ডাঃ মাসুম ইফতেখার, সিভিল সার্জন, নোয়াখালী এবং পুলিশ সুপার নোয়াখালী এর প্রতিনিধি। আলোচনা সভায় শব্দ সচেতনা বিষয়ে পরিবেশ অধিদপ্তরের পক্ষ হতে Power Point Presentation প্রদান করা হয়। আলোচনা সভায় এনজিও কর্মী, ট্রাফিক পুলিশের প্রতিনিধি, বিভিন্ন সরকারি অফিসের প্রতিনিধি, গাড়ী চালক, সাংবাদিক ও স্কুল কলেজের ছাত্র-ছাত্রী উপস্থিত ছিলেন। উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন পরিবেশ অধিদপ্তর, নোয়াখালী জেলা কার্যালয়ের উপপরিচাল জনাব মিহির লাল সরদার।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস