Wellcome to National Portal
Main Comtent Skiped

Title
Conducting Mobile Court for illegal production, marketing and preservation of Polythene products
Details
আজ ০৮/০৫/২০২৩ খ্রি. তারিখ বেগমগঞ্জ, নোয়াখালী- উপজেলার সহকারী কমিশনার (ভূমি) এবং বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব আসিফ আল জিনাত কর্তৃক পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ (সংশোধিত ২০১০) এর ৬(ক) ধারা লঙ্ঘন করে নিষিদ্ধ ঘোষিত পলিথিন সামগ্রী উৎপাদন, বাজারজাতকরণ এবং সংরক্ষণের জন্য ৪টি ভিন্ন প্রতিষ্ঠানের মালিকের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। উক্ত মোবাইল কোর্টে প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তর, নোয়াখালী জেলা কার্যালয়ের উপপরিচালক জনাব মিহির লাল সরদার। উপস্থিত ছিলেন এ কার্যালয়ের নমুনা সংগ্রহকারী জনাব মোঃ মোবারক হোসেন। র‍্যাব-১১ এর সদস্যগণ উক্ত মোবাইল কোর্ট পরিচালনায় সহায়তা করেন। 
এ সময় 'আলিফ প্যাকেজিং' নামক কারখানা থেকে আনুমানিক ১৬২৭ কেজি, 'তানিশা প্রিন্টিং এণ্ড প্যাকেজিং' নামক কারখানা থেকে আনুমানিক ২০৬৮ কেজি, 'এস কে প্রিন্টিং এণ্ড প্যাকেজিং' নামক কারখানা থেকে আনুমানিক ৪২৩ কেজি, 'রিপন প্যাকেজিং' নামক কারখানা থেকে আনুমানিক ৫১৭ কেজি তৈরিকৃত পলিথিন, পলিথিন রোল, পলিথিন তৈরির কাঁচামাল (পিপি দানা), পলিথিন বর্জ্য জব্দ করা হয়। সর্বমোট জব্দকৃত পলিথিন সামগ্রীর পরিমাণ ৪৬৩৫ কেজি (৪.৬৩৫ টন)। 
'আলিফ প্যাকেজিং' এর মালিককে ২০০,০০০/-, 'তানিশা প্রিন্টিং এণ্ড প্যাকেজিং' এর মালিককে ২০০,০০০/-, 'এস কে প্রিন্টিং এণ্ড প্যাকেজিং' এর মালিককে ৭৫০০০/-, 'রিপন প্যাকেজিং' এর মালিককে ১৭০,০০০/- অর্থদণ্ডে দণ্ডিত করা হয়। সর্বমোট দণ্ডিত অর্থের পরিমাণ ৬৪৫,০০০/-।
Attachments
Publish Date
08/05/2023
Archieve Date
07/05/2024