Wellcome to National Portal
Main Comtent Skiped

Title
Training session on sound pollution awareness in Noakhali Zilla School.
Details
পরিবেশ অধিদপ্তর, নোয়াখালী জেলা কার্যালয়- এর আয়োজনে "শব্দদূষণ নিয়ন্ত্রণে সম‌ন্বিত ও অংশীদা‌রিত্বমূলক প্রকল্প"- এর আওতায় নোয়াখালী জিলা স্কুল- এর শিক্ষার্থী‌দের নি‌য়ে আজ ৯ অক্টোবর ২০২৩ খ্রি.  তা‌রি‌খ সকাল ১০.০০ ঘটিকায় শব্দস‌চেতনতামূলক একটি প্রশিক্ষণ কর্মশালা অনু‌ষ্ঠিত হয়।  
উক্ত প্রশিক্ষণে শব্দদূষণের কারণ, এর ক্ষ‌তিকর প্রভাব, শব্দদূষণ নিয়ন্ত্রণে শিক্ষার্থীদের ভূমিকা এবং শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বি‌ধিমালা, ২০০৬ এর উ‌ল্লেখযোগ্য বিষয় সম্বলিত একটি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তর, নোয়াখালী জেলা কার্যালয়- এর সহকারী পরিচালক জনাব তানজির তারেক। 
নোয়াখালী জিলা স্কুল- এর সহকারী প্রধান শিক্ষক জনাব
মক্তুল হোসেন- এঁর সভাপ‌তি‌ত্বে অনু‌ষ্ঠিত এ প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অ‌তি‌থি হি‌সেবে উপ‌স্থিত ছি‌লেন নোয়াখালী জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জনাব অজিত দেব- মহোদয়। 
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন পরিবেশ অধিদপ্তর, নোয়াখালী জেলা কার্যালয়- এর উপপরিচালক জনাব মিহির লাল সরদার; জেলা শিক্ষা অফিসার জনাব নুর উদ্দিন মোহাম্মদ জাহাঙ্গীর; ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল- এর নাক, কান ও গলা বিশেষজ্ঞ জনাব ডাঃ নজরুল ইসলাম।
Attachments
Publish Date
09/10/2023
Archieve Date
08/10/2024