Title
শব্দ দূষণ নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট পরিচালনা
Details
গত ৩০/১১/২০২১ খ্রিঃ তারিখ 'শব্দদূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারত্বমূলক প্রকল্প' এর আওতায় জেলা প্রশাসন, নোয়াখালী এবং পরিবেশ অধিদপ্তর, নোয়াখালী জেলা কার্যালয় কর্তৃক মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন জেলা প্রশাসন এর বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রট জনাব আসাদুজ্জামান রনি। মোবাইল কোর্টে শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০০৬ লঙ্ঘন করে হাইড্রোলিক হর্ণ বাজিয়ে নির্ধারিত মাত্রার অতিরিক্ত শব্দ উৎপন্ন করায় ০৩ টি গাড়ির চালকের বিরুদ্ধে ০৩ টি মামলা দায়ের পূর্বক ১,৫০০/- টাকা জরিমানা আদায় করা হয়।
এসময়ে পরিবেশ অধিদপ্তর, নোয়াখালী জেলা কার্যালয়ের উপপরিচালক জনাব সেরাজুল ইসলাম, সহকারী পরিচালক জনাব তানজির তারেক, পরিদর্শক জনাব সৌমেন মৈত্র উপস্থিত ছিলেন। উক্ত মোবাইল কোর্ট পরিচালনায় নোয়াখালী জেলা পুলিশ বিভাগ এবং আনসার সদস্যদের আলাদা দুটি টীম সহযোগিতা করেন।