Wellcome to National Portal
Main Comtent Skiped

Title
Action against manufacturer of illegal polythenes, Noakhali
Details

০৮/১১/২০২১ খ্রি. তারিখ রোজ সোমবার জেলা প্রশাসন, নোয়াখালী এবং পরিবেশ অধিদপ্তর, নোয়াখালী জেলা কার্যালয় কতৃক যৌথভাবে নোয়াখালী জেলার বেগমগঞ্জ বিসিক এ অবস্থিত মেসার্স আলিফ প্যাকেজিং নামক একটি প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করা হয়। উক্ত প্রতিষ্ঠানে নিষিদ্ধ ঘোষিত পলিথিন উৎপাদন ও পলিথিন তৈরির কাচামাল রাখার দায়ে জেলা প্রশাসন, নোয়াখালী এর বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব এ এফ এম শামীম কতৃক পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ (সংশোধিত ২০১০) অনুযায়ী মোবাইল কোর্ট পরিচালিত হয়। উক্ত মোবাইল কোর্টে প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তর, নোয়াখালী জেলা কার্যালয় এর পরিদর্শক জনাব সৌমেন মৈত্র। উপস্থিত ছিলেন এ কার্যালয়ের উপপরিচালক জনাব মোঃ সেরাজুল ইসলাম এবং সহকারী পরিচালক জনাব তানজির তারেক। এ সময় কারখানা থেকে ১২৯০ কেজি পলিথিন ও পলিথিন তৈরির কাচামাল জব্দ করা হয় এবং কারখানা পরিচালক কে ৫০,০০০/- জরিমানা ধার্য ও আদায় করা হয়।

Images
Attachments
Publish Date
08/11/2021
Archieve Date
07/11/2022